নরসিংদীর শিবপুর উপজেলায় কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণ চন্দ্র পাল (৫০) কে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার (১১ এপ্রিল) সকালে র্যাব-১১, নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা যায়, অভিযুক্ত নারায়ণ চন্দ্র পাল গত ৮ এপ্রিল শিবপুর উপজেলার কুন্দারপাড়া গ্রামে ধর্ষণের ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানার কংশনগর পশ্চিম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আইনি প্রক্রিয়া শেষে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ভুক্তভোগী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীটি বাড়ির পাশে আম পাড়তে গেলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে পাশের একটি ধানক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় কিশোরীর এক আত্মীয়া ঘটনাটি প্রত্যক্ষ করলে আসামি পালিয়ে যায়। পরে কিশোরীর পরিবার থানায় মামলা দায়ের করে। মামলার পরদিন স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন।
র্যাব জানায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে পলাতক থাকলেও প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় তাকে গ্রেপ্তার সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই প্রতিবেদনে ভুক্তভোগী শিশুর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়েছে এবং ঘটনার বর্ণনায় যথাযথ সংযম ও সাংবাদিকতা নীতিমালা অনুসরণ করা হয়েছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :