চুয়াডাঙ্গায় পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও বৃক্ষ রোপণের উপকারিতা সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে "একটি প্লাস্টিক দিন, বৃক্ষ উপহার নিন" শীর্ষক একটি উদ্যোগ চালানো হয়েছে। এ কর্মসূচি শুরু করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা, যেখানে পুরনো প্লাস্টিক বোতল জমা দিয়ে বিনিময়ে বিভিন্ন ধরনের গাছের চারা পাওয়া যাচ্ছে।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এতে স্থানীয়রা প্লাস্টিক বোতল জমা দিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা গ্রহণ করেন।
সংগঠনটির উদ্যোক্তারা জানান, "প্লাস্টিকের বোতল পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, বিশেষত এটি জমির উর্বরতা নষ্ট করে এবং গাছের শিকড় বিস্তার করতে বাধা সৃষ্টি করে। প্লাস্টিক বোতলের কারণে ড্রেন ব্লক হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়।" তাদের উদ্দেশ্য হল, প্লাস্টিকের বোতল সংগ্রহ করে এবং বিনিময়ে গাছের চারা দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা।
এছাড়া, স্থানীয়দের বৃক্ষ রোপণে উৎসাহিত করতে এবং তাদের মাঝে বৃক্ষ রোপণের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফাহিম উদ্দিন মভিন, কৌশাধ্যক্ষ আকাশ, প্রজেক্ট অফিসার মাহিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন।
এ বিষয়ে সংগঠনটি আরও জানায়, তাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং তারা আশা করছেন, এতে প্লাস্টিকের খালি বোতল যেখানে সেখানে ফেলার প্রবণতা কমবে এবং বৃক্ষ রোপণে আরো মানুষ উদ্বুদ্ধ হবে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :