নওগাঁর পত্নীতলায় ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের মুক্তি ও সহায়তার লক্ষ্যে শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা উপজেলার প্রতিটি মসজিদে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ফিলিস্তিনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও মজলুমদের জন্য বিশেষ মুনাজাত করা হয়।
এই কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনবাসীর জন্য সাহায্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে উপজেলার সর্বস্তরের তৌহীদি জনতা।
উল্লেখযোগ্যভাবে, গত ৯ এপ্রিল সংগৃহীত অনুদানের প্রথম ধাপে দুই লাখ টাকা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার উপজেলার প্রতিটি মসজিদে দোয়া মাহফিলের পাশাপাশি নতুন করে সাহায্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়, যা সংগঠিত করছে উপজেলা ওলামা পরিষদ।
মুক্তিকামী তৌহীদি জনতার পক্ষে প্রভাষক দেলোয়ার হোসেন বলেন, “মজলুম আহুত ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আমাদের সাহায্য চলমান থাকবে, ইনশাআল্লাহ।”
এদিকে, ফিলিস্তিনে মুসলিম নিধনের প্রতিবাদে একই দিন দুপুরে পদ্মপুকুর যুব সংঘ নজিপুর-নওগাঁ আঞ্চলিক সড়কের কাটাবাড়ি মোড়ে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে। এতে স্থানীয় যুব সমাজ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান।
ফিলিস্তিনের স্বাধীনতা ও মানবিক সহায়তায় পত্নীতলার এই জনসম্পৃক্ত কর্মসূচিগুলো ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন আয়োজকরা।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :