বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল কাজী (৪৬) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। অভিযোগে জানা গেছে, মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বাইশারী ইউনিয়নের দত্তপাড়া গ্রামে সাইফুল কাজীর উপর এ হামলা চালানো হয়। হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ত বলে ভুক্তভোগী ও তার স্বজনদের দাবি।
আহতের পারিবারিক সূত্রে জানা যায়, সাইফুল কাজী দীর্ঘদিন ধরেই স্থানীয় রাজনৈতিক বিরোধের শিকার হয়ে আসছিলেন। ৫ আগস্টের আগে তিনি ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যদের নির্যাতনের কারণে নিজ বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হন। এ সময় তাকে বিভিন্নভাবে হয়রানি ও চাঁদা আদায়ের ঘটনাও ঘটে। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, অভিযুক্ত গ্রুপটি পুনরায় সক্রিয় হয়ে তাকে এলাকা ছাড়ার হুমকি দিয়ে আসছিল।
মঙ্গলবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে সাইফুল কাজীর উপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। স্থানীয় যুবলীগ নেতা কামাল বেপারী, শাহিন বেপারী, সোহেল বেপারী, মামুন, মাসুম, আল আমিন খান, সানি, হারুন, জলিল ও মোর্শেদসহ আরও ৮-১০ জন মুখোশধারী হামলায় অংশ নেয়। দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তারা সাইফুল কাজীর দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত করে।
আহতের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহত সাইফুল কাজীর পরিবার দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :