সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফিলিস্তিনে চলমান বর্বর হামলা ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর উল্লাপাড়া উপজেলা ওলামা পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সভাটি পৌর সদরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি আনিছুর রহমান। সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব, গণ অধিকার পরিষদের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা নোমানী, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা মানছুর রহমান, আইনজীবী আবদুল্লাহ আল মামুন, রফিক ইসলাম, এবং এ বি সিদ্দিক শাওন প্রমুখ।
বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েল দীর্ঘদিন ধরে শিশু, নারী ও নিরীহ মানুষকে হত্যার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব ভূমিকারও তীব্র সমালোচনা করেন তারা। একইসঙ্গে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :