AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিলিস্তিনের পক্ষে পঞ্চগড়ে মুসল্লিদের বিক্ষোভ, মার্চ ফর গাজা কর্মসূচি পালন


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৫:০২ পিএম, ১১ এপ্রিল, ২০২৫
ফিলিস্তিনের পক্ষে পঞ্চগড়ে মুসল্লিদের বিক্ষোভ, মার্চ ফর গাজা কর্মসূচি পালন

চলমান ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মুসল্লিসহ সর্বস্তরের মানুষ প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। একই সঙ্গে তারা ইসরায়েলি সকল পণ্য বর্জনের ডাক দিয়ে "মার্চ ফর গাজা" কর্মসূচি পালন করেন।

শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শেরে বাংলা পার্কে জমায়েত হন। সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়, এরপর মিছিলটি ডোকরোপাড়ার জজ কোর্ট এলাকায় গিয়ে আবারো একই স্থানে এসে শেষ হয়। মিছিলে প্রায় কয়েক হাজার মুসল্লি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বর্বরতার তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, মুসলিম উম্মাহকে একত্রিত হয়ে ইসরায়েলি সকল পণ্য বর্জন করা উচিত।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চগড় খেলাফত মজলিসের সভাপতি মিরমুরশেদ তুহিন, বকুলতলা মসজিদের খতিব শাফিউদ্দীন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী এবং মু. খোরশেদ মাহমুদ।

এদিকে, প্রতিবাদ সমাবেশে বিক্ষুব্ধ মুসল্লিরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!