দখলদার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং মাসজিদুল আকসা পুনরুদ্ধারের লক্ষ্যে মুকসুদপুরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে এবং তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আয়োজন করা হয়।
শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা মুকসুদপুরের বনগ্রাম বাজারে "স্বপ্ন বিতরণ ফাউন্ডেশন, মহারাজপুর শাখা" এই বিক্ষোভ মিছিলে আয়োজন করে।
বিক্ষোভ মিছিল শেষে মহারাজপুর ইউপি কার্যালয়ের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন লোহাইড় ফাযিল মাদ্রাসার অধ্যাপক মোঃ মজিবুর রহমান, হাফেজ ওহাব মিয়া, হাফেজ এনামুল হাসান মাসুদ, হাফেজ আব্দুল্লাহ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, "এমন ভয়ংকর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক।" বক্তারা আরো বলেন, তারা ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কটের অনুরোধ জানান।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :