বরিশালের উজিরপুর উপজেলায় বিশ্বব্যাপী মজলুম ফিলিস্তিনিদের উপর হামলা, আহত ও মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং মহাসড়ক অবরোধ করেছে তৌহিদী জনতা।
শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা, সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এবং ইমাম ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে উজিরপুর উপজেলা। মিছিলটি উজিরপুর বাজার, টেম্পু স্ট্যান্ড, উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইচলাদী বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে দুই পাশে ৪/৫ কিলোমিটার পর্যন্ত হাজার হাজার গাড়ি আটকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভা ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু হানিফ, সেক্রেটারি মাওলানা নকীব হাসান শেখ কাসেমাবাদী, হাফেজ মাওলানা মোঃ হাফিজুর রহমান, উপজেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি ডিএম আল-আমিন সহ উজিরপুরের সর্বস্তরের জনগণ।
বিক্ষোভ সমাবেশে ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদ জানানো হয় এবং মহান আল্লাহর কাছে ইসরায়েলি ইহুদিদের নিশ্চিহ্ন করতে ও ফিলিস্তিনি মুসলিমদের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :