AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভারে দিনদুপুরে চলন্ত বাসে ছিনতাই


Ekushey Sangbad
সাভার উপজেলা প্রতিনিধি, ঢাকা
০৫:২২ পিএম, ১১ এপ্রিল, ২০২৫
সাভারে দিনদুপুরে চলন্ত বাসে ছিনতাই

ঢাকার সাভারে চলন্ত বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকার কাছে একটি ব্রিজের ওপর ঢাকাগামী সাভার পরিবহনের বাসে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাই-কবলিত বাসটিতে থাকা এক যাত্রী গণমাধ্যমে জানান, দুপুর ১২টার দিকে শ্যামলী যাওয়ার উদ্দেশে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে ব্যাংক টাউন থেকে বাসটিতে উঠি। বাসটি ব্রিজের ওপর উঠতেই আগে থেকেই অবস্থান করা তিন থেকে চারজন যুবক ছুরি হাতে ভয় দেখিয়ে নারী যাত্রীদের কাছ থেকে চেইনসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। সেই সময় তারা আমার স্ত্রীর গলায় থাকা লকেটসহ একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, ‍‍`বাসে ২০-২৫ জন যাত্রী ছিল। তবে ছিনতাইকারীরা কারো মুঠোফোন নেয়নি। ছিনতাইকারীরা বাসে থাকা তিন নারী যাত্রীর কাছ থেকে চেইন ছিনিয়ে নিয়েছে। এরপর ওই ব্রিজের ওপরই বাস থেকে নেমে যায় তারা। পরবর্তীতে বাসটি গাবতলীতে যাওয়ার পর বাসচালককে একটি কাউন্টারে নিয়ে আটকে রাখেন যাত্রীরা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। ওই এলাকায় সব সময় আমাদের টহল কার্যক্রম চলে।

 

একুশে সংবাদ/চ.ট/এনএস

Shwapno
Link copied!