AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুর বাইপাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ২


ফরিদপুর বাইপাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ২

ফরিদপুরের বাইপাস সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুজন শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে কোতোয়ালি থানাধীন ফরিদপুর বাইপাস সড়ক সংলগ্ন জাহিদ সুপার মার্কেটের পেছনে মেসার্স জাহিদ মটরসের স্ল্যাব প্ল্যান্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। সেই সময় কারখানায় কেমিক্যাল, তৈলাক্ত এবং দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে মিক্সার মেশিনের মোটর বিস্ফোরিত হয়ে দুইজন শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হন।

আহতরা হলেন—
১. আল-আমিন (৩৫), পিতা: জয়নাল মোল্লা, গ্রাম: কাইলাডাঙ্গা, থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহ।
২. মো. মোকসেদ (৪০), পিতা: হযরত আলী, গ্রাম: বকুলনগর, থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহ।

তাদের শরীরের অনেক অংশ আগুনে ঝলসে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় আশপাশের আরও দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আগুনে জাহিদ মটরসের আনুমানিক ১ কোটি টাকার ক্ষতি হয়। আয়েশা অটোমোবাইলস ওয়ার্কশপের প্রায় ১ থেকে ১.৫ লক্ষ টাকার এবং জাকির হোসেন মিন্টুর দোকানে আনুমানিক ১৫ হাজার টাকার মালামাল পুড়ে যায়।

আহত দুই শ্রমিক বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!