AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিতাসে সাবেক চেয়ারম্যানের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বাড়িঘরে লুটপাটের অভিযোগ


Ekushey Sangbad
সাকিব হোসেইন, তিতাস, কুমিল্লা
০৬:৩৫ পিএম, ১১ এপ্রিল, ২০২৫
তিতাসে সাবেক চেয়ারম্যানের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বাড়িঘরে লুটপাটের অভিযোগ

কুমিল্লার তিতাস উপজেলার শাহাপুর গ্রামে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরে মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকারের বড় ভাই রিপন সরকারকে ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। একইসঙ্গে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

ঘটনার বিষয়ে সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, তার ভাই রিপন সরকারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে এবং যৌথবাহিনী চলে যাওয়ার পর প্রতিপক্ষের লোকজন তার বাড়িতে হামলা চালিয়ে মালামাল লুট করে।


গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯টা ৩০ মিনিটে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশের একটি যৌথ টিম মজিদপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীর আলম সরকারের বাড়িতে তল্লাশি চালিয়ে তার ভাই রিপন সরকারকে আটক করে এবং ঘর থেকে একটি বিদেশি অস্ত্র উদ্ধার করে থানায় হস্তান্তর করে।


রিপন সরকারের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তল্লাশির সময় সেনাবাহিনী কোনো কিছু খুঁজে না পাওয়ায় তিতাস থানা পুলিশের সদস্যদের পুনরায় তল্লাশির জন্য বলা হয়। পরে পুলিশের সঙ্গে অভিযুক্তদের পক্ষের ফারাবী ও রাফি নামের দুই যুবক বাড়িতে প্রবেশ করে এবং অস্ত্রটি যে রুমে পাওয়া যায়, সেটি দেখিয়ে দেয়।

তারা দাবি করেন, মূলত এই দুইজনের মাধ্যমে অস্ত্রটি পরিকল্পিতভাবে ওই ঘরে রাখা হয়েছিল এবং সঠিক তদন্তে বিষয়টির সত্যতা বেরিয়ে আসবে।


অভিযান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রতিপক্ষের লোকজন বিল্ডিংয়ে হামলা চালায়। এতে ঘরের মালামাল, স্বর্ণালংকার, নগদ অর্থ এবং সিসিটিভির হার্ডডিস্ক লুটপাট করে নিয়ে যায় বলে দাবি করেন জাহাঙ্গীর সরকার। পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়।


ঘটনার বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ফারুক মিয়া সরকারের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে তার ছেলে ফয়জুল্লাহ ফারাবী সাংবাদিকদের জানান, “রিপন সরকার পূর্বে আমার ওপর হামলা চালিয়ে মারধর করে, যার ভিত্তিতে সেনাবাহিনীর কাছে আমি লিখিত অভিযোগ দিই। অভিযানের দিন সেনাবাহিনীর সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা শুধু তাদের বাড়ি চিনিয়ে দেই এবং গেট পর্যন্ত গিয়ে ফিরে আসি। আমরা কোনো হামলা বা লুটপাটে জড়িত নই। তাদের পক্ষ থেকে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!