জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে শাহনিমাত্রা (র:) এর মাজারে ওরসের নামে অশ্লীলতা বন্ধের দাবিতে ৩টি পৃথক স্থানে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) জুমা`র নামাজের পর সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে উপজেলার জুড়ী শহর, নয়াবাজার ও কলাবাড়ী বাজারে এ মানববন্ধন করা হয়।
নয়াবাজারে মানববন্ধনে বক্তব্য দেন নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান, নয়াবাজার ষোলপনি শাহী ঈদগাহর খতিব মাওলানা সায়েম উদ্দিন, বড় ধামাই জামে মসজিদের খতিব মাওলানা মামুনুর রশীদ।
উপজেলা চত্বরে বক্তব্য দেন জাঙ্গীরাই জামে মসজিদের খতিব সহকারী অধ্যাপক মাওলানা খালেদ আহমদ, উপজেলা চত্বর জামে মসজিদের খতিব মাওলানা জহিরুল ইসলাম, সফরপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সাজিদ মাহমুদ, কন্টিনালা জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেন।
সাগরনালে পূর্ববড়ডহর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আশরাফ উদ্দিন, মাওলানা আব্দুস সোবহান প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘদিন থেকে ফুলতলা বাজারে ওরসের নামে অশ্লীলতা, নারী-পুরুষের অবাধে নাচ গান, মদ, গাঁজা ও জোয়ার আসর করা হয়। পূর্বেও এর প্রতিবাদ করলে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এবছরও এর আয়োজন করলে এটি বন্ধের জন্য স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনে আবেদন করেন কিন্তু এরপরও আমরা দেখতে পাচ্ছি ওরস চলমান। চলমান এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য মাইকের আওয়াজ ব্যাঘাত ঘটায়।
উল্লেখ্য, শাহনিমাত্রার মাজারে শুক্রবার থেকে ওরস শুরু হয়েছে যা চলবে ১৩ এপ্রিল রোববার পর্যন্ত।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর জানান, ওরস পরিচালনা করার ও বন্ধ করার জন্য দু`পক্ষই আবেদন করা হয়েছিল। এখন পর্যন্ত প্রশাসনিকভাবে কোন অনুমতি দেয়া হয়নি।
ওরস পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ গফুর মারুফ জানান, প্রায় আড়াই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়ে শান্তিপূর্ণভাবে ওরসের কার্যক্রম চলছে। কোন রকমের নাচ গান বা অশ্লীলতা হচ্ছে না।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :