২০১৩ সালে চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে মসজিদ-মাদ্রাসায় হামলা ও মাদ্রাসার মুহতামিমকে তুলে নেওয়ার অভিযোগে সংঘটিত “ঐতিহাসিক ভূজপুর ট্রাজেডি”র মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে মামলাটি প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ৩০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
গতকাল (১১ এপ্রিল), ঘটনার একযুগ পূর্তি উপলক্ষে ভূজপুর মজলুম ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই ঘোষণা দেওয়া হয়। সংগঠনটি বিভিন্ন সময়ের রাজনৈতিক মামলার শিকার ব্যক্তিদের সমন্বয়ে গঠিত।
সভাপতিত্ব ও বক্তব্য:
মানববন্ধনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মোহাম্মদ দিদারুল আলম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও হেফাজত নেতা মাওলানা আসগর সালেহী। এতে বক্তৃতা দেন:
ভূজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শফিউল আলম নূরী
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও জামিয়া ইসলামিয়া ভূজপুরের মহাপরিচালক আল্লামা জুনাইদ বিন জালাল
ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম তালুকদার
শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মোহাম্মদ জসিম উদ্দিন
অবসরপ্রাপ্ত হেডমাস্টার ও জামায়াত নেতা হাফিজুর রহমান
জামায়াত নেতা জিয়াউর রহমান
বিএনপি নেতা নাজিম উদ্দিন বাচ্চু
নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা মাওলানা এরশাদ বিন জালাল
বৌদ্ধ সমাজের প্রতিনিধি বিজন বড়ুয়া
হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি অবসরপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা রনজিত কুমার পাল
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ জাফর
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি মাওলানা নাঈমুদ্দিন
যুব দলের প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ মিজবাহ
ইসলামী ছাত্র সমাজের সভাপতি মাওলানা তারেকুল ইসলাম
এবং আরও অনেকে।
ঘোষিত কর্মসূচি:
মানববন্ধন থেকে নেতৃবৃন্দ মামলা প্রত্যাহারের দাবিতে ৩০ দিনের সময়সীমা বেঁধে দেন এবং বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:
১২ ও ১৩ এপ্রিল: সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে ভূজপুরের নারী-পুরুষদের নিয়ে গণস্বাক্ষর কর্মসূচি।
১৫ এপ্রিল: উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান।
১৫ মে: দাবি পূরণ না হলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অথবা সংবাদ সম্মেলন এবং ফটিকছড়িতে হরতাল, অবরোধ, অবস্থানসহ অন্যান্য কর্মসূচির ঘোষণা।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :