AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে কৃষান-কৃষাণী ও কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


শেরপুরে কৃষান-কৃষাণী ও কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

‘পার্টনার’ প্রকল্পের আওতায় শেরপুরে দিনব্যাপী কৃষান-কৃষাণী ও কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১১টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের (সম্প্রসারণ অনুবিভাগ) অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাকির হোসেন বলেন, “কৃষিতে উন্নত প্রযুক্তি এবং মানসম্পন্ন উৎপাদন নিশ্চিত করতে GAP (Good Agricultural Practices) সার্টিফিকেশন গুরুত্বপূর্ণ। এটি কৃষকদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ করে দেবে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সহায়ক হবে।”
এই প্রশিক্ষণে উপজেলার মোট ৫০ জন কৃষান-কৃষাণী ও কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে তাদের GAP সার্টিফিকেশন, মানসম্পন্ন কৃষি উৎপাদন, নিরাপদ খাদ্য চাষাবাদ এবং রপ্তানিযোগ্য ফসল উৎপাদনের বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

উপস্থিত কর্মকর্তারা:
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শোয়েব আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক হুমায়ুন কবীর,সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জেলা কৃষি অফিসের বক্তব্য অনুযায়ী, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে কৃষি ব্যবস্থায় উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার ও নতুন উদ্যোক্তা তৈরিতে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রশিক্ষণও তারই অংশ।

 

একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!