AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠাকুরগাঁওয়ে ইসরাইলি হামলা ও গণহত্যার প্রতিবাদে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
০৯:৪২ পিএম, ১১ এপ্রিল, ২০২৫
ঠাকুরগাঁওয়ে ইসরাইলি হামলা ও গণহত্যার প্রতিবাদে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত

দখলদার ইসরাইলির আগ্রাসনের বিরুদ্ধে,মসজিদুল আকসা পুনরুদ্দারে ও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ও গড়েয়া ইউনিয়ন বাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয় ।

শুক্রবার (১১ এপ্রিল) বেলা ২ টা ৩০ মিনিটের সময় জগন্নাথপুর ইউনিয়ন গড়েয়া ইউনিয়নের তাওহীদি জনতার  ব্যানারে গলিমবাবু বাজারে জামে মসজিদ থেকে প্রায় ১ হাজার মানুষের  অংশগ্রহণে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়।

এ সময়  ইসরায়েলি বর্বরতার বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান উঠে- ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ ‘ফ্রি ফ্রি, প্যালাস্টাইন’ স্টোপ কিলিং চ্রিলড্রেন, অফ প্যালাস্টাইন,‘ইন্ড ইসরায়েলী অ্যাপারথেড’,প্যালাস্টাইন উইল বি নেভার ওয়াক এলোন,স্টোপ ওয়ার সেভ দ্যা পিপল অফ প্যালেস্টাইন,ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, নেতানিহাহুর দুই গালে জুতা মারো তালে তালে,নেতানিহাহুর চামড়া কুত্তা দিয়ে কামড়া’বয়কট বয়কট ইসরায়েলর পণ্য বয়কট প্রভৃতি স্লোগানে স্লোগানে উত্তাল জগন্নাথপুর ও গড়েয়া ইউনিয়ন বাসী।

এই প্রতিবাদ মিছিল গলিমবাবু বাজারে  জামে মসজিদ থেকে গডেয়া,ঠাকুরগাঁও রোডের চকহলদি মোড় বাজারে এসে বিক্ষোভ মিছিল শেষ করে।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন,ইসরায়েলের কোন পণ্য আমরা খাবো না। দখলদার ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের ওপর যে নির্মম অত্যাচার চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়।আমরা ইসরায়েল সরকারসহ তার মদদদাতাদের স্পষ্ট বলতে চাই অবিলম্বে ফিলিস্তিনিদের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এর কড়া মূল্য দিতে হবে।

এ সময় গলিমবাবু জামে মসজিদের সাবেক  ইমাম  ইসাহাক আলী  ফিলিস্তিনের পক্ষে দোয়া করেন।

 

একুশে সংবাদ/এনএস

Shwapno
Link copied!