AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুল্য বৈষম্য ও সিন্ডিকেটের প্রতিবাদে তামাক চাষীদের সমাবেশ


Ekushey Sangbad
মোঃ জামাল বাদশা, লালমনিরহাট
০৯:৪৬ পিএম, ১১ এপ্রিল, ২০২৫
মুল্য বৈষম্য ও সিন্ডিকেটের প্রতিবাদে তামাক চাষীদের সমাবেশ

লালমনিরহাটে তামাক চাষীদের নানা রকম হয়রানি, মুল্য বৈষম্য, সিন্ডিকেট এবং শক্তিশালী সংগঠন গড়ার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১১ এপ্রিল) সন্ধ্যায় জেলার সাপ্টিবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তামাক চাষী ও সাপ্টিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোনায়েম সিদ্দিক মিলনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল দুলু(সাবেক উপ-মন্ত্রী)।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু বিগত সরকারের সমালোচনা করে তামাক চাষীদের সাথে হওয়া নানা অন্যায় তুলে ধরেন। তিনি বলেন বিগত ১৭ বছর স্বাধীনভাবে কথা বলতে পারেনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদীরা। ন্যায় কথা বললেই গুম, খুন, হামলা, মামলার স্বীকার হতে হয়েছে।

তামাক চাষ প্রসঙ্গে দুলু বলেন, সারাদেশের মধ্যে লালমনিরহাটসহ উত্তরের কয়েকটি জেলায় শিল্প-কারখানা তেমন না থাকায় কর্মসংস্থান নেই। তাই এ অঞ্চলের কৃষক বাধ্য হয়ে, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তামাক চাষ করে। কিন্তু কোম্পানির প্রতিনিধিরা স্থানীয় দালালদের সাথে আতাত করে কৃষককে ন্যায্য মুল্য থেকে বঞ্চিত করে। তামাক উত্তলনের শুরুতে( মার্চ) এর দিকে কম মুল্য এবং শেষে(জুন) দাম বাড়িয়ে দেওয়া হয়।এতে ব্যবসায়ী ও দালালরা লাভবান হলেও কৃষকরা বঞ্চিত হয় ন্যায্য মুল্য থেকে। তবে আর হয়রানি, ন্যায্য মুল্য ও নানামুখী ষড়যন্ত্র থেকে কৃষককে বঞ্চিত না করতে আহবান জানান তিনি। এছাড়া তামাক চাষীদের সকল ন্যায্য অধিকার আদায়ে চাষীদের একটি শক্তিশালী শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহবান জানান আসাদুল হাবিব দুলু।

এর আগে প্রায় দুই হাজার তামাক চাষী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে এ সমাবেশে তামাক চাষীরা তাদের নানা দাবি উপস্থাপন করেন এবং তামাকের ন্যায্য মুল্যের দাবিতে নানাযুক্তি উপস্থাপন করেন।
 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!