বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ‘রাষ্ট্র সংস্কারের রূপরেখা’ বাস্তবায়নে পার্বতীপুরের রামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।
শুক্রবার (১১ এপ্রিল) বিকালে রামপুর ইউনিয়নের বিত্তিপাড়া হয়ে ফকিরের বাজার, কুমারপাড়া বাজার, জমিরহাট, বাসুপাড়া, সুন্দরীপাড়া রেলগেট, কেন্দ্রীয় বাস টার্মিনাল, পুরাতন বাজার, হলদিবাড়ী রেলগেট হয়ে আদর্শ ডিগ্রি কলেজ পর্যন্ত লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় পথচারী, স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগণের হাতে লিফলেট তুলে দেন ব্যারিস্টার কামরুজ্জামান। তার সাথে ছিলেন জেলা বিএনপি, পার্বতীপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, রামপুর ইউনিয়ন বিএনপি এবং ফুলবাড়ী বিএনপির নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে জমিরহাট হাইস্কুল মাঠে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সদস্য মমিনুল ইসলাম (ডাক্তার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ফুলবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. খুরশিদ আলম মতি
পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সাদো
পার্বতীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মানজুর রশিদ
উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশীদ সংগ্রাম
পৌর কৃষক দলের সভাপতি অধ্যাপক মো. গোলাম রাব্বানী গোলাপ প্রমুখ।
এ সময় বক্তব্যে ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান বলেন, “প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’-এর ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশ হবে একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধ দেশ।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :