বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, “আগামী ৫০ বছরেও আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না।"
তিনি বলেন, “আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী শাসন ও দমন-পীড়নের জন্য জনসমর্থন হারিয়েছে। শেখ হাসিনাসহ দলের নেতাকর্মীরা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছে।"
শুক্রবার (১১ এপ্রিল) ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের মাহমুদিয়া দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ।
বক্তব্য রাখেন:
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু
উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
এ সময় সদর ইউনিয়ন যুবদলের সকল সদস্য, ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :