মাদারীপুরের ডাসার উপজেলায় মো. আজগর আলী হাওলাদার (৪০) নামে এক কৃষক ঘাস মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (১২ এপ্রিল) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আজগর আলী হাওলাদার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিম হাওলাদারের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন এবং নিজের কোনো জমি না থাকায় অন্যের জমিতে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নিজ বাড়িতে তিনি ঘাস মারার ওষুধ পান করেন। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই শনিবার ভোরে তার মৃত্যু হয়।
কাজী বাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরমোহাম্মদ হাওলাদার বলেন, “নিহত আজগর হাওলাদার আমার প্রতিবেশী ও চাচাতো ভাই। সে অত্যন্ত দরিদ্র ছিল, জমিজমা কিছুই ছিল না। ঋণগ্রস্ত হয়ে মানসিক চাপে ভুগছিল বলে ধারণা করা হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।”
পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :