ফরিদপুরের বোয়ালমারীতে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় জড়ানোর পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মফিজুর কাদের খান মিল্টন।
শনিবার (১২ এপ্রিল) স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মিল্টন বলেন, তিনি বোয়ালমারী ওয়াপদা মোড় সংলগ্ন পূর্ব কামারগ্রাম এলাকার লুৎফার মোল্যার ভাড়াঘরে গত পাঁচ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি লুৎফার মোল্যা ও আমিন মোল্যা পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনায় রূপ নেয়।
মিল্টন বলেন, গত ২১ মার্চ সকাল ১০টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়। সামাজিক দায়িত্ববোধ থেকে তিনি পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান এবং বোয়ালমারী থানায় ফোন করে বিষয়টি জানান।
তিনি জানান, তখন হট্টগোলের মধ্যে কে বা কারা দেলোয়ার হোসেন দুলু মোল্যাকে ছুরিকাঘাত করে, পরে তিনি ৬ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনার পর ২৭ মার্চ থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও সেখানে তার নাম উল্লেখ করা হয়নি।
সংবাদ সম্মেলনে মিল্টন অভিযোগ করেন, একটি চক্র তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে বহুবার হামলা-মামলার শিকার হয়েছি। এখন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও মিথ্যা মামলার ষড়যন্ত্রের শিকার হচ্ছি।”
তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :