কুমিল্লার তিতাস উপজেলায় ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলার পলাতক আসামি মো. জসিম উদ্দিন (৪২) কে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার কড়িকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত জসিম তিতাস সদর ইউনিয়নের কড়িকান্দি গ্রামের মৃত শফিক ভূঁইয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল ছাত্র শিবির নেতা ইব্রাহীম খলিলের পিতা স্বপন মিয়ার ওপর হামলার ঘটনায় তিতাস থানায় একটি মামলা রুজু হয় (মামলা নং-০৩, তারিখ-০২/০৪/২০২৫, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/৩৪)। ওই মামলার প্রধান আসামি হচ্ছেন জসিম উদ্দিন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্লাহ জানান, “ডাকাতির প্রস্তুতি, চুরি, ছিনতাই এবং মাদক সংক্রান্ত মোট ১২টি মামলার আসামি জসিম উদ্দিনকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।”
পুলিশ আরও জানায়, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরেই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং একাধিক মামলায় গ্রেফতার এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :