নবগঠিত ভূজপুর থানা কৃষক দলের উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও পরিচিতি সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল (শনিবার) ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে থানা কমিটির আহ্বায়ক নাজিম উদ্দীন বাচ্চুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা আলহাজ্ব সরওয়ার আলমগীর।
বক্তব্যে তিনি বলেন, “কৃষক দল আজ নির্যাতিত, বঞ্চিত ও ত্যাগীদের একমাত্র আশ্রয়স্থল হিসেবে পরিণত হয়েছে। যারা দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী জুলুম-নির্যাতনের কারণে বনে-জঙ্গলে, খালে-বিলে জীবন কাটিয়েছে, তাদের আস্থা ও আশ্রয়ের জায়গার নাম জাতীয়তাবাদী কৃষক দল।”
তিনি ত্যাগী নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়নের নির্দেশ দিয়ে বলেন, “বিগত সময়ে যারা ফ্যাসিস্ট শাসকদের সঙ্গে লিয়াজো করে এলাকা নিয়ন্ত্রণ ও ব্যবসা-বাণিজ্য করেছে, তাদের মূল দলের নেতৃত্বে আসার প্রশ্নে আমাদের সজাগ থাকতে হবে।”
সরওয়ার আলমগীর আরও বলেন, “দীর্ঘ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগের পতন সম্ভব হলেও প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের দোসররা এখনো সক্রিয়। তারা নানা চক্রান্তে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন বিলম্বিত করতে প্ররোচিত করছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে হলে জরুরি সংস্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।”
তিনি আরও বলেন, “নির্যাতিত কৃষক-জনগণই বিএনপির মূল শক্তি। তাদের দাবিকে অগ্রাধিকার দিতে হবে এবং কৃষক দলের প্রতিটি নেতাকর্মীকে হতে হবে শোষিত মানুষের কণ্ঠস্বর।”
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য বেলাল উদ্দিন ও উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন আজম তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূজপুর থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন, মাস্টার আবুল বশর, আবুল বশর মেম্বার, এস আলম মেম্বার, শাহ আলম তালুকদার, মো. রফিকুল ইসলাম, আবুল হাশেম, তছলিম মেম্বার, জামাল মেম্বার, মুফজি উদ্দিন, মঞ্জুরুল হক, মীর মোহাম্মদ নিজাম, মো. হারুন ও ডা. আব্দুস সাত্তার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম. আসগর সালেহী, নাছির উদ্দীন, জসিম উদ্দিন সরকার, আনোয়ার হোসেন, হাশেম, জহিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :