জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে সরকারি পুকুর থেকে মাছ লুটের পর সন্ধ্যায় সেই পুকুর থেকেই মনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয়রা পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
নিহত মনোয়ার হোসেন একই গ্রামের মৃত আফতাব আলীর ছেলে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি রাতে নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে এবং একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কুদ্দুস ফকিরের ঘনিষ্ঠ সহকর্মী নাসির উদ্দিন সরকারি ‘সরিষা পুকুর’টি তিন বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। শুক্রবার সকালে হঠাৎ করেই শতাধিক লোকজন জড়ো হয়ে পুকুরের মাছ লুটে নেয়। এসময় পুকুরে মাছ ধরতে অংশ নেন মনোয়ার হোসেনও।
দুপুরের পর অধিকাংশ মানুষ চলে গেলেও মনোয়ার পুকুরেই থেকে যান। তার মা মঞ্জুয়ারা বিবি তাকে বাড়ি ফিরে আসার জন্য ডাকলেও তিনি ফেরেননি। সন্ধ্যার দিকে পুকুরের একপাশে ঝোপের মধ্যে ভেসে থাকা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনোয়ারের কপালে কাটা দাগ ছিল এবং তার মুখ দিয়ে ফুসফুসের অংশ বের হয়ে এসেছিল। তবে স্থানীয়দের অনুরোধে ও পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের মা বলেন, "ছেলে খুব জেদি ছিল। বলেছিল, বড় মাছ না ধরা পর্যন্ত বাড়ি ফিরবে না। কেউ তাকে মারেনি, সবাই তাকে ভালোবাসত। হয়তো ভৌতিক কিছু বা জ্বীনের কবলে পড়ে মারা গেছে।"
লিজদার নাসির উদ্দিন বলেন, "সরকারি নিয়মে তিন বছরের জন্য পুকুর লিজ নিয়েছিলাম। এক বছর না যেতেই নানা পক্ষ থেকে মাছ লুটের চেষ্টা চলছিল। শুক্রবার সকালের ঘটনায় আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। আমি ন্যায় বিচার চাই। মনোয়ারের মৃত্যুর বিষয়টি শুনেছি, দুঃখজনক।"
স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান জানান, "পুকুরের মেয়াদ প্রায় শেষ, সে কারণে লিজদার কিছুদিন আগে কিছু মাছ তুলে বিক্রি করেছিলেন। তবে গ্রামের অনেকে বিশ্বাস করে, ওই পুকুরে জ্বীনের অবস্থান আছে। মনোয়ার হয়তো অলৌকিক কিছুতে আক্রান্ত হয়েই মারা গেছে।"
পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে তদন্ত আরও গভীর করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :