AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারাকান্দায় নারী ফুটবল দলের জেনারেল ম্যানেজার গ্রেফতার: প্রতিবাদে মায়ের সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
তারাকান্দা, ময়মনসিংহ প্রতিনিধি
০৬:১৩ পিএম, ১২ এপ্রিল, ২০২৫
তারাকান্দায় নারী ফুটবল দলের জেনারেল ম্যানেজার গ্রেফতার: প্রতিবাদে মায়ের সংবাদ সম্মেলন

ময়মনসিংহের তারাকান্দায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত একটি মামলায় এজাহারে নাম না থাকা সত্ত্বেও নারী ফুটবল লীগে অংশ নেওয়া রংপুর যুব স্পোর্টিং ক্লাবের জেনারেল ম্যানেজার খায়রুজ্জামান খান-কে গ্রেফতারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন তার পরিবার।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে তারাকান্দা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার বৃদ্ধ মা জাহানারা বেগম লিখিত বক্তব্যে এই গ্রেফতারের প্রতিবাদ জানান এবং ছেলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

তিনি জানান, খায়রুজ্জামান খান তারাকান্দা এইচ এ ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ নারী ফুটবল লীগের রংপুর যুব স্পোর্টিং ক্লাবের জেনারেল ম্যানেজার। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং সর্বদা সামাজিক উন্নয়নে কাজ করে আসছেন।

সংবাদ সম্মেলনে জাহানারা বেগম বলেন, “গত ৫ আগস্টের পর তারাকান্দা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা (মামলা নং ১২) দায়ের করা হয়। সেই মামলার এজাহারে ছেলের নাম না থাকা সত্ত্বেও ১০ এপ্রিল সন্ধ্যায় তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।"

তিনি আরও অভিযোগ করেন, “আমার ছেলে বিভিন্ন সময় সরকারি অনুষ্ঠানে অংশ নিয়েছে এবং সেই অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিগুলো ব্যবহার করে তাকে আওয়ামী লীগ সমর্থক বানানোর অপচেষ্টা চলছে। অথচ সে আওয়ামী লীগের কোনো পদ-পদবীধারী নয়।”

সংবাদ সম্মেলনে জাহানারা বেগম এই গ্রেফতারকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ উল্লেখ করে তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ছেলের নিঃশর্ত মুক্তির জন্য সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!