ময়মনসিংহের তারাকান্দায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত একটি মামলায় এজাহারে নাম না থাকা সত্ত্বেও নারী ফুটবল লীগে অংশ নেওয়া রংপুর যুব স্পোর্টিং ক্লাবের জেনারেল ম্যানেজার খায়রুজ্জামান খান-কে গ্রেফতারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন তার পরিবার।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে তারাকান্দা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার বৃদ্ধ মা জাহানারা বেগম লিখিত বক্তব্যে এই গ্রেফতারের প্রতিবাদ জানান এবং ছেলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
তিনি জানান, খায়রুজ্জামান খান তারাকান্দা এইচ এ ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ নারী ফুটবল লীগের রংপুর যুব স্পোর্টিং ক্লাবের জেনারেল ম্যানেজার। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং সর্বদা সামাজিক উন্নয়নে কাজ করে আসছেন।
সংবাদ সম্মেলনে জাহানারা বেগম বলেন, “গত ৫ আগস্টের পর তারাকান্দা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা (মামলা নং ১২) দায়ের করা হয়। সেই মামলার এজাহারে ছেলের নাম না থাকা সত্ত্বেও ১০ এপ্রিল সন্ধ্যায় তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।"
তিনি আরও অভিযোগ করেন, “আমার ছেলে বিভিন্ন সময় সরকারি অনুষ্ঠানে অংশ নিয়েছে এবং সেই অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিগুলো ব্যবহার করে তাকে আওয়ামী লীগ সমর্থক বানানোর অপচেষ্টা চলছে। অথচ সে আওয়ামী লীগের কোনো পদ-পদবীধারী নয়।”
সংবাদ সম্মেলনে জাহানারা বেগম এই গ্রেফতারকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ উল্লেখ করে তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ছেলের নিঃশর্ত মুক্তির জন্য সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :