কুষ্টিয়া মিরপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক সদস্য দৈনিক সাগরখালী প্রত্রিকার সম্পাদক মিরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য, মহাম্মদ আলী জোয়ার্দ্দার`কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে দিকে তাঁর তার ব্যবসায়িক প্রতিষ্ঠান (ইটভাটা) এমআরএম কেউপুর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মিরপুর পৌর সভার ১নং ওয়ার্ডের মৃত আবুল হোসেন জোয়ার্দ্দার`র ছেলে।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের নেতা মহাম্মদ আলী জোয়ার্দ্দারকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :