তজুমদ্দিন উপজেলায় টিসিবি’র ভর্তুকি মূল্যের পণ্য সরবরাহে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। চাঁদপুর ইউনিয়নের মেসার্স বি এম নাহিদ এন্টারপ্রাইজ নামক ডিলার প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্মার্ট ফ্যামিলি কার্ডের ডুপ্লিকেট কপি তৈরি করে টিসিবি পণ্য আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।
প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মোঃ জাহিদ হোসেন এই দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত থাকার সন্দেহে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রকৃত উপকারভোগীদের না দিয়ে ভর্তুকিপ্রাপ্ত পণ্য নিজেদের নিয়ন্ত্রণে রেখে বাজারে বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া হয়েছে।
এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ দেবনাথ জানান, “অভিযোগটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। প্রমাণ পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, স্থানীয়দের মাঝে এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তাঁরা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :