নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালকদল নিয়ামতপুর উপজেলা শাখার নব গঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩ টায় গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ামতপুর উপজেলা রিক্সা ভ্যান ও অটো চালকদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালকদল নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালকদল নওগাঁ জেলা শাখার আহবায়ক সেকেন্দার আলী।
মতবিনিময় ও পরিচিতি সভায় স্বাগত বক্তব্য দেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালকদল নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালকদল নওগাঁ জেলা শাখার সদস্য সচিব সাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক লুৎফর আহমেদ, যুগ্ম আহবায়ক উজ্জ্বল হোসেন,নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, নিয়ামতপুর উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক আব্দুল মতিন সোনার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি এম কাউসার ইসলাম রতন, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালকদল নিয়ামতপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক লালবর হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালকদল নিয়ামতপুর উপজেলা শাখায় ১০১ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :