পিরোজপুরের নাজিরপুরে থানা পুলিশের আয়োজনে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকালে নাজিরপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বায়েজিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাজিরপুর থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিনসহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ। তারা নাজিরপুর উপজেলায় বিদ্যমান মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধের চিত্র তুলে ধরেন এবং এসব অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে কার্যকর পরামর্শ প্রদান করেন।
এ সময় প্রধান অতিথি ও পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বায়েজিদ ইসলাম বলেন, পুলিশ জনগণের বন্ধু। সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পুলিশ-জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজ থেকে অপরাধ দুর করা সম্ভব।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :