AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে ইসরায়েলি পণ্য বয়কট কর্মসূচি, ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ


ফরিদপুরে ইসরায়েলি পণ্য বয়কট কর্মসূচি, ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ

ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বানে ফরিদপুর জেলার সালথা উপজেলায় পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেলে সালথা উপজেলা জামায়াতে ইসলামী উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সালথা বাজারে আয়োজিত এই সচেতনতামূলক কার্যক্রমে ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে লিফলেট বিতরণ করে ইসরায়েলি পণ্য কেনা-বেচা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ।
বক্তব্য রাখেন–

  • সালথা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান মজনু

  • ইসলামী আন্দোলন সালথা উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম

  • উপজেলা ইমাম কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মো. নিছার উদ্দিন

  • উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম

  • উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরু

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনগণের প্রতি ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীকে এই নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

তারা আহ্বান জানান, ব্যবসায়ীরা যেন পূর্বে সংগ্রহ করা ইসরায়েলি পণ্য বিক্রয় শেষে আর নতুন করে সে ধরনের পণ্য স্টকে না রাখেন এবং ডিলারদের কাছে তা ফিরিয়ে দেন।

এই কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং পণ্য বয়কটের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!