AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার কারখানায় অভিযান, ৯১৮টি সিলিন্ডার জব্দ


ফরিদপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার কারখানায় অভিযান, ৯১৮টি সিলিন্ডার জব্দ

ফরিদপুরের নগরকান্দায় যৌথ বাহিনীর অভিযানে একটি অবৈধ গ্যাস সিলিন্ডার কারখানা থেকে ৯১৮টি সিলিন্ডার জব্দ করা হয়েছে। এ সময় কারখানার ম্যানেজার হেলাল উদ্দিন জাকারিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শ‌নিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকায় এম এম জুট মিলের ভেতরে এই অভিযান পরিচালনা করা হয়। একইসঙ্গে কারখানার ভেতরে থাকা দুটি ট্রাক ও একটি ট্যাংক লড়িও জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, এম এম জুট মিলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির মোড়ক নকল করে গ্যাস সিলিন্ডার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতেই যৌথ বাহিনী অভিযান চালায়।

জানা গেছে, অভিযুক্ত কারখানাটি দুবাই বাংলা এলপি গ্যাস লিমিটেড ইউনিট-২ নামে পরিচিত এবং এর মালিক দুই ভাই– মোস্তাক আহমেদ ও পারভেজ আহমেদ।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির বলেন, “জুটমিলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক নকল করে গ্যাস সিলিন্ডার বাজারজাত করা হচ্ছিল। এটি জননিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি। অভিযানে জব্দকৃত সিলিন্ডার ও অন্যান্য আলামত যথাযথ আইনি প্রক্রিয়ায় সংরক্ষণ করা হচ্ছে।”

অভিযানে সেনাবাহিনীর ফরিদপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর হাসান, সহকারী বিস্ফোরক পরিদর্শক ইশরাক উদ্দিন এবং নগরকান্দা থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!