পটুয়াখালীর বাউফল উপজেলার নওয়ামালা ইউনিয়নের পূর্ব যৌতা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও সড়কসংযোগ না থাকায় তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে স্থানীয়দের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আশপাশের গাছপালা ও গৃহপালিত পশু-পাখিও পুড়ে যায়।
ভুক্তভোগী ফকর উদ্দিন হাওলাদার ওরফে ফকু এবং তার মেয়ের পরিবার একই ছাদের নিচে দুটি আলাদা কক্ষে বসবাস করতেন। ফকু হাওলাদারের বসতঘর থেকেই আগুনের সূত্রপাত ঘটে। একটি বিদ্যুৎবাল্ব বিস্ফোরিত হয়ে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
সম্প্রতি পরিবার চালাতে গিয়ে অটোরিকশা বিক্রি করে পাওয়া ১ লাখ ৮০ হাজার টাকাও আগুনে পুড়ে যায় বলে জানান ফকু। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি রাষ্ট্রীয় সহায়তা প্রদান এবং দ্রুত রাস্তাঘাট উন্নয়নের দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :