জাকের পার্টি যুব ফ্রন্টের পবিত্র ওফাত দিবস উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় দাওয়াতী মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বাদ যোহর পার্বতীপুর শহরের করিম মার্কেটে জাকের পার্টির উপজেলা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে বিশ্ব ফাতেহা শরীফ এবং আসন্ন বিশ্ব ইসলামী মহাসম্মেলন সফল করার লক্ষ্যে আলোচনা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার মোন্তাজ আলী।
সহকারী মিশন প্রধান হিসেবে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া স্বপন।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শাহাজাহান, পার্বতীপুর উপজেলা যুব ফ্রন্ট সভাপতি হারুন উর রশিদ সরকার সুমন, এবং দিনাজপুর-২ আসনের জাকের পার্টি ছাত্র ফ্রন্ট সভাপতি রাকিবুল আহসান রোকন প্রমুখ।
সভায় আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন পার্বতীপুর উপজেলা জাকের পার্টির নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :