বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার সর্বস্তরের জনগণ এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির নেতা ও বাগেরহাট-৪ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “১৪ এপ্রিল পহেলা বৈশাখ, বাংলা সনের প্রথম দিন। এই নববর্ষের উষ্ণ লগ্নে মোরেলগঞ্জ ও শরণখোলার শান্তিপ্রিয় জনগণসহ বিএনপির নেতাকর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই দিন থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার উদ্দীপনা।”
বিএনপি নেতা কাজী শিপন বলেন, “বাঙালি জাতি যেমন নতুন বছরকে আনন্দ-উৎসবে বরণ করছে, ঠিক তেমনি বিশ্বে গাজায় চলছে মানবিক বিপর্যয়ের করুণ দৃশ্য। সেখানে একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা চলছে। শিশুদের ক্ষুধা, চিকিৎসার অভাব, পানির সংকট, এবং মৃত্যু যেন প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। বিএনপি এর তীব্র নিন্দা জানায়। এই বিভীষিকার বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে।”
তিনি আরও বলেন, “নববর্ষে আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি—সবার ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয় জীবনে যেন সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। দীর্ঘ ১৭ বছর পর, বিএনপি নেতাকর্মীরা এবার স্বৈরাচারী শাসনের ছায়া থেকে বেরিয়ে তুলনামূলকভাবে স্বাধীন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করছে, এটি একটি আনন্দের বিষয়।”
মঙ্গল শোভাযাত্রার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে প্রথম মঙ্গল শোভাযাত্রা বের হয়। পরে ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো এটিকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয়, যা বাঙালির গর্ব।”
শেষে কাজী শিপন বলেন, “বাংলা নববর্ষ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। প্রিয় মাতৃভূমিতে প্রতিষ্ঠিত হোক গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি আগামী বছর রাষ্ট্রীয়ভাবে নববর্ষ উদযাপন করবে—এই আশা ব্যক্ত করছি।”
তিনি নববর্ষের প্রভাতে পুনরায় মোরেলগঞ্জ-শরণখোলা বাসীকে বাংলা ১৪৩২ সনের আন্তরিক শুভেচ্ছা জানান।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :