মাগুরার শালিখা উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় সুমন কর্মকার (৪০) নামের এক প্যারালাইসড রোগী অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন। খবর পেয়ে শালিখা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়পাড়া (কালিগঞ্জ রোড) এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুমন কর্মকার ওই এলাকার মৃত দিলিপ কর্মকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় সাত বছর ধরে সুমন কর্মকার পক্ষাঘাতে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন। তাকে একমাত্র তার মা সেবা করতেন। সকালে হঠাৎ আগুন লেগে গেলে এলাকাবাসীর চিৎকারে সবাই ছুটে আসেন। আগুন নেভানোর চেষ্টা চালানো হলেও ঘর সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সুমনের দগ্ধ মরদেহ উদ্ধার করে।
শালিখা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারেন্ট ইন্সপেক্টর সঞ্জয় কুমার দেবনাথ বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি, তবে এর আগেই প্যারালাইসড সুমন আগুনে পুড়ে মারা যান।”
খবর পেয়ে শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিকা রানী কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :