ঝিনাইদহের কোটচাঁদপুরে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চৈতন্য পাল (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) সকাল ৮টার দিকে কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কের এলাঙ্গীর মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চৈতন্য পাল ফাজিলপুর গ্রামের মৃত কার্তিক পালের ছেলে।
চৈতন্য পালের কাকাতো ভাই ইন্দ্র পাল জানান, প্রতিদিনের মতো রবিবার সকালে তিনি কালিগঞ্জের পাতিবিলা গ্রামে কলা কাটতে যান। পরে কলা বোঝাই করে ভ্যানে করে কোটচাঁদপুর শহরে ফেরার পথে এলাঙ্গী মাঠের কাছে পৌঁছালে খুলনাগামী ‘শাপলা পরিবহন’ নামের একটি বাস (নাম্বার: ঢাকা-১১-১১১৭) ভ্যানটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হন চৈতন্য পাল।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, চৈতন্য পাল পেশায় ভ্যানচালক ছিলেন এবং দুই সন্তানের জনক। তার বাবা কার্তিক পাল বহু আগেই মারা গেছেন, আর মা শয্যাশায়ী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রী আবু তারামিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, “আল্লাহর অশেষ রহমতে এই যাত্রায় বেঁচে গেছি। আমি ও আমার বন্ধু জাহিদ হোসেন ওই বাসের যাত্রী ছিলাম।”
কোটচাঁদপুর থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) সন্তোষ জানান, দুর্ঘটনার পর এসআই আলামিন হোসেন মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :