AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে ভুট্টার ন্যায্য মূল্য না পেয়ে হতাশ চাষিরা


Ekushey Sangbad
জীবননগর, চুয়াডাঙ্গা প্রতিনিধি
০২:০৫ পিএম, ১৩ এপ্রিল, ২০২৫
জীবননগরে ভুট্টার ন্যায্য মূল্য না পেয়ে হতাশ চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভুট্টার ন্যায্য মূল্য না পেয়ে চরম হতাশায় পড়েছেন স্থানীয় চাষিরা। অধিক লাভের আশায় ভুট্টা চাষ করলেও বাজারে মূল্য না থাকায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ভুট্টার দাম মনপ্রতি কমেছে প্রায় দেড়শ টাকা।

প্রথমদিকে কাঁচা ভুট্টার দাম মনপ্রতি ৯৫০ থেকে ৯৮০ টাকা থাকলেও বর্তমানে তা কমে ৮০০ থেকে ৮২০ টাকায় নেমে এসেছে। একইভাবে শুকনা ভুট্টার দামও মনপ্রতি ১৫০ টাকা হ্রাস পেয়েছে।

চাষিদের অভিযোগ, মাঠ পর্যায়ে হঠাৎ করেই অধিক সংখ্যক কৃষক ভুট্টা সংগ্রহ ও মাড়াই শুরু করায় সরবরাহ বেড়ে গেছে, যার প্রভাব পড়েছে দামে। পাশাপাশি, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম নিয়ন্ত্রণে রাখছে বলেও দাবি তাদের।

উথলী গ্রামের ভুট্টা চাষি সুলতান হোসেন বলেন, “অন্যের কাছ থেকে বর্গা নিয়ে দুই বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। সার, কীটনাশক, পানিসেচ ও শ্রমিক মজুরি মিলিয়ে বিঘা প্রতি পনেরো হাজার টাকার মতো খরচ হয়েছে। এখন কাঁচা ভুট্টা মনপ্রতি ৮০০-৮২০ টাকা আর শুকনা ভুট্টা ১০৮০ টাকায় বিক্রি হচ্ছে। এই দামে বিক্রি করলে শুধু জমি লিজের টাকাই উঠবে না।”

আন্দুলবাড়িয়া গ্রামের চাষি আব্দুস সালাম বলেন, “প্রথমদিকে কাঁচা ভুট্টা ৯০০ থেকে ৯৫০ টাকায় বিক্রি হলেও এখন অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে। মহাজনের হালখাতা দিতে হবে, তাই বাধ্য হয়েই কম দামে ভুট্টা বিক্রি করেছি। তবে ব্যবসায়ীরা টাকা দেবে এক সপ্তাহ পর।”

জীবননগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৬ হাজার ১২০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি।

এই মুহূর্তে ফসলের মাঠে কৃষকদের ব্যস্ত সময় কাটছে। কোথাও ভুট্টা সংগ্রহ, কোথাও মাড়াই, আবার কোথাও রোদে শুকানোর কাজ চলছে। বাড়ি বাড়ি গিয়ে অনেক ব্যবসায়ী কাঁচা ভুট্টা কিনে খোলা মাঠে শুকাচ্ছেন।

গত বছর ভুট্টার ভালো দাম থাকায় এ বছর চাষে আগ্রহ বেড়েছিল কৃষকদের। কিন্তু আশানুরূপ দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন এই উপজেলার অধিকাংশ চাষি।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!