ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
সভায় উপস্থিত ছিলেন- ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রওশন আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বলা হয়, সামগ্রিকভাবে ফরিদপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ইতিবাচক হলেও আরও উন্নতির সুযোগ রয়েছে। ইউনিয়ন পর্যায়ে নিয়মিত মাসিক উন্নয়ন কমিটি ও আইনশৃঙ্খলা কমিটির সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযানের কথা তুলে ধরে জানানো হয়, গত মাসে ১২৫টি অভিযান পরিচালনা করে ৩২ জন আসামির বিরুদ্ধে ৩২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৯টি নিয়মিত ও ২৩টি অনিয়মিত মামলা।
সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ট্রাফিক আইন বাস্তবায়ন, অনিবন্ধিত থ্রি-হুইলার চলাচল বন্ধ এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। ফরিদপুর শহরের নদীতীরবর্তী এলাকায় অবৈধ বালু উত্তোলন রোধেও শক্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানানো হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :