দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করেছেন সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা। শনিবার (১২ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে কয়লা খনির কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা।
এছাড়া দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বড়পুকুরিয়া কয়লা খনির সার্বিক কার্যক্রম নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়। উপস্থাপনা শেষে কর্মকর্তারা খনির কার্যক্রম ঘুরে দেখেন এবং কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তারা কয়লা উত্তোলন ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
বড়পুকুরিয়া কয়লা খনির জেনারেল ম্যানেজার (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক জানান, “সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দের এই পরিদর্শনে আমাদের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করছি।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :