টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের নলমা মাঠে জেলা চ্যাম্পিয়ন বালিকা (অনূর্ধ্ব-১৭) কৃতি ফুটবলারদের সংবর্ধনা ও এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১২ এপ্রিল) বিকাল ৪টায় নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইজরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হক, সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা হিসাব রক্ষক মো. লিয়াকত আলী প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।
প্রীতি ম্যাচে টাঙ্গাইল জেলা নারী ফুটবল দলকে ২-১ গোলে পরাজিত করে ধনবাড়ী উপজেলা নারী ফুটবল দল নতুন বছরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ধনবাড়ী নারী ফুটবল দলের কোচ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত কোচ জহিরুল ইসলাম মিলন বলেন, “এই বিজয় কেবল খেলোয়াড়দের নয়, এটা পুরো ধনবাড়ীবাসীর বিজয়। আমাদের এই জয়ের ধারা ইনশাআল্লাহ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :