যশোরে বিদেশি মদ বিক্রির সময় মসজিদের সামনে থেকে এক খাদেমকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটক ব্যক্তির নাম ইসলাম আলী (৬৩)। তিনি যশোর শহরের মাইকপট্টি এলাকার একটি মসজিদে দীর্ঘদিন ধরে খাদেম ও পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। মসজিদের পাশেই তার বাসস্থান।
স্থানীয়রা জানান, শনিবার (১২ এপ্রিল) রাতের দিকে লাল দীঘির পাড় এলাকায় ইসলাম আলীকে কয়েকটি মদের বোতলসহ ঘোরাঘুরি করতে দেখেন তারা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে অনুসরণ করা হয়। কিছুক্ষণ পর এক ব্যক্তি ইসলাম আলীর কাছে মদ কিনতে আসেন। এসময় স্থানীয়রা ধাওয়া দিলে ইসলাম মদের বোতল ফেলে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে খবর দেয়া হয়।
খবর পেয়ে অধিদফতরের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইসলাম আলীকে আটক করে এবং তার শোবার ঘরে অভিযান চালিয়ে আরও চার বোতল বিদেশি মদ উদ্ধার করে।
যশোর ক-সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এস.এম শাহীন পারভেজ জানান, "গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে মসজিদের সামনের রাস্তা থেকে ইসলাম আলীকে আটক করা হয়। তার কাছ থেকে মোট ৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :