AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আড়াইহাজারে সাংবাদিক ইউনিয়নের পরিচিতি ও মাদক প্রতিরোধবিষয়ক আলোচনা সভা


Ekushey Sangbad
কবি নজরুল সরকারি কলেজ, প্রতিনিধি
০৪:৩০ পিএম, ১৩ এপ্রিল, ২০২৫
আড়াইহাজারে সাংবাদিক ইউনিয়নের পরিচিতি ও মাদক প্রতিরোধবিষয়ক আলোচনা সভা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অনুষ্ঠিত হয়েছে সামাজিক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা এবং সাংবাদিক ইউনিয়ন, আড়াইহাজার এর পরিচিতি সভা।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুব মোল্লা। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক খোরশেদ আলম এবং সহ-সভাপতি নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ গোলাম কবির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী ও কানাডার অন্টারিও প্রদেশের কমিশনার খন্দকার এম হক কায়জার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ

  • কবি ও সাহিত্যিক আরাফাত শিকদার

  • আড়াইহাজার মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু সিদ্দিক ভূঁইয়া

  • বাংলাদেশ টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন

  • কবি ও চিত্রকর মনিরুজ্জামান মানিক

  • সাংবাদিক সালাউদ্দিন আজিজী

  • সাহিত্যিক মোশাররফ মাতব্বর

সভায় আড়াইহাজার উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক সমাজেরও সক্রিয় ভূমিকা থাকা জরুরি। তারা সমাজে সচেতনতা তৈরির পাশাপাশি বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ এবং প্রশাসনের কঠোর হস্তক্ষেপের আহ্বান জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!