সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নেতৃবৃন্দ বলেছেন, জুলাই বিপ্লবে বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে ছাত্র, জনতা ও আলেম-উলামাদের অসীম সাহসী সিদ্ধান্তের কারণে দেশ আজ ফ্যাসিবাদ মুক্ত। এই বিপ্লবে প্রবাসী বাংলাদেশিরাও অগ্রণী ভূমিকা পালন করেছেন।
বিশেষ করে প্রবাসীরা কষ্টার্জিত অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে টিকিয়ে রেখেছেন, যা অনস্বীকার্য অবদান।
গতকাল শনিবার (১২ এপ্রিল) বাদ মাগরিব সিলেট নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে মহানগর জমিয়তের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মুখলিসুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন:
সৌদি আরব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকসিদ
যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বিলাল উদ্দীন
ফ্রান্স জমিয়তের সভাপতি মাওলানা খালেদ আহমদ জায়েম
অন্যান্য বক্তারা ছিলেন, সহ-সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, প্রিন্সিপাল মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আহমদ সগীর, সহ-সম্পাদক আলহাজ্ব জুবের আল মাহমুদ, পাঠাগার সম্পাদক মাওলানা মাহদী হাসান, সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট রেজাউল হক, বাটুলগঞ্জ মাদরাসার নাজিম মুফতি আবুল কালাম, যুববিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, মাওলানা ফয়জুল বারী, এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা গিয়াস উদ্দিন, ছাত্রনেতা আবু তালহা তোফায়েল ও মীর আইনুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দেশে একটি কার্যকর ও মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে আলেম-উলামা ও প্রবাসীদের অবদান একসাথে কাজ করলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :