ঝালকাঠির নলছিটিতে সিএনজিচালিত থ্রি-হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. গোলাম মোস্তফা (৫৬) নামের এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল–পটুয়াখালী আঞ্চলিক সড়কের নলছিটি উপজেলার ভরতকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত আমজাদ আলী হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে বাকেরগঞ্জগামী একটি সিএনজিচালিত থ্রি-হুইলারে অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ তিনজন যাত্রী ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সিএনজি গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির চালক, যাত্রীরা এবং মোটরসাইকেলের দুই আরোহীসহ মোট ছয়জন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই গোলাম মোস্তফার মৃত্যু হয়।
নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও সিএনজি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :