পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৯টি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে দাসপাড়া ল্যাংড়া মুন্সীরপুল এলাকায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরীসহ স্থানীয়রা। বিএনপি নেতা আলী আজম চৌধুরী বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে এলাকায় কোন উন্নয়ন হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান লুটপাট করেছেন।
তিনি অতি দ্রুত দাসপাড়া ইউনিয়নের কালাইয়া - পটুয়াখালী সড়কের ছোট চৌমুহনী (কুট্টির দোকান) নওমালা ব্রিজ, ল্যাংড়া মুন্সির পুল থেকে কাদের সরদার বাড়ি পর্যন্ত, সাবেক চেয়ারম্যান নুরু মিয়ার বাড়ি থেকে রশিদ মিয়ার বাড়ী পযন্ত, কাঠের পুল থেকে হুজুরের বাড়ি পর্যন্ত, বড় চৌমুহনী থেকে - ইলশার খাল পর্যন্ত, পাঁচ বাড়ি থেকে - বাউফল পর্যন্ত , পুর্ব খাজুরবাড়িয়া প্রাইমারি স্কুল থেকে - খালেক চৌধুরী বাড়ি পর্যন্ত, গেদু চৌকিদার বাড়ী থেকে পশ্চিম খাজুরবাড়ীয়া পর্যন্ত ও বাংলাবাজার থেকে হাজীর হাট পর্যন্ত সড়ক সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ জানান।
মানববন্ধন ও সমাবেবশে এলাকার বিভিন্ন পেশা শ্রেণির পেশ কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :