চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উৎসবমুখর পরিবেশে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার সৈয়দবাড়ি বিসিসিউএল সমবায় মার্কেট প্রাঙ্গণে স্বজন সমাবেশ ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নুরুল আমিন এবং উদ্বোধক ছিলেন রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. এম এ মোরশেদ। সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মো. ইলিয়াছ তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন যুগান্তর প্রতিনিধি আব্বাস হোসাইন আফতাব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবক, সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্বজন সমাবেশ সভাপতি সনজীব সুশীল, রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, সংগঠক মোকারম হোসেন, সাংবাদিক মোহাম্মদ আলীসহ বহু বিশিষ্টজন এ আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন বেতার শিল্পী ফুলকি বড়ুয়া, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী অপ্সরী বড়ুয়া ফ্লোরা, সমৃদ্ধি হালদার স্নেহা, খুদরাত নীল ও দীপ্তাক্ষী কৌশিকী। নৃত্য পরিবেশন করেন সৃজনা বড়ুয়া এবং আবৃত্তি করেন জান্নাতুল তামান্না, আফতাবী হোসাইন মুসকান ও নাজাত হোসাইন মেহরিন। যন্ত্রসংগীতে অংশ নেন ঝুলন দত্ত, দুর্জয় দাশ, শিবু দাশসহ আরও অনেকে।
উন্মুক্ত এ আয়োজনে বিপুলসংখ্যক সাংস্কৃতিকপ্রেমী মানুষ অংশ নেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া পত্রিকা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :