কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মারফত আফ্রিদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম।
তিনি বলেন, “এলাকায় মাদক ব্যবসায়ীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। প্রতিটি এলাকায় মাদক নির্মূলে কমিটি গঠনসহ যা কিছু করার দরকার, আমি সব ধরনের সহযোগিতা করব।”
প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণ:
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম
সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল ইসলাম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীযূষ কুমার শাহা
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন
মিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ
রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য:
উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুজ্জামান শাহিন
জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক বাবু
উপজেলা নায়েবে আমীর শাহ আক্তার মামুন
মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, হাজী আছাদুর রহমান বাবু ও হুমায়ুন কবির হিমু
উপস্থিত অন্যান্য কর্মকর্তারা:
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুল ইসলাম
উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান
উপজেলা বন কর্মকর্তা জুয়েল আহমেদ
মিরপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ
এই মতবিনিময় সভার মাধ্যমে প্রশাসন, রাজনীতি ও গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ তৈরি হলো বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :