মানিকগঞ্জের সিংগাইরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছে দুই দিনমজুর পরিবার। আগুনে পুড়ে গেছে দুটি বসতঘর, তিনটি গরু, স্বর্ণালংকার, নগদ টাকা, জমির কাগজ ও ঘরের সমস্ত আসবাবপত্র। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামে দিনমজুর আফসার উদ্দিন ও ছলিম উদ্দিনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা তিনটি গরু পুড়ে মারা যায় এবং পুরো ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পুড়ে যাওয়া গরুগুলোর বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা। এছাড়া টিনের কৌটায় রাখা তিন লাখ টাকারও বেশি নগদ অর্থ, প্রয়োজনীয় কাপড়-চোপড়, খাদ্যসামগ্রী ও মূল্যবান জিনিসপত্রও আগুনে পুড়ে যায়।
ভুক্তভোগী ছলিম উদ্দিন বলেন, “সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন বাচ্চা-সন্তান নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। আমার কোনো আয়ের উৎস নেই, সরকারের সহযোগিতা ছাড়া বাঁচার উপায় নেই।”
অন্য ভুক্তভোগী আফসার উদ্দিন বলেন, “দিনমজুরের কাজ করে যা জমানো হয়েছিল সবই শেষ। কেউ পাশে না দাঁড়ালে জীবন চালানো অসম্ভব হয়ে পড়বে।”
চান্দহর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গফুর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “সরকারি ও বেসরকারি মহলের উচিত দ্রুত এগিয়ে আসা।”
সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ জানান, “প্রাথমিকভাবে পরিবার দুটিকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। পরবর্তীতে তাদের ঘুরে দাঁড়ানোর জন্য আরও সহায়তা দেওয়া হবে।”
অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :