AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সড়ক দূর্ঘটনায় মারা গেলেন মসজিদের মুয়াজ্জিন আজাদ


সড়ক দূর্ঘটনায় মারা গেলেন মসজিদের মুয়াজ্জিন আজাদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রাকচাপায় মারা গেলেন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আবুল কালাম আজাদ (২৮)।

রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় কুলাউড়া ফায়ার স্টেশনের সামনে এ ভয়াবহ দূর্ঘটনা ঘটে। নিহত মুয়াজ্জিন আবুল কালাম আজাদ পৌরসভাস্থ জয়পাশা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। ঘটনার পর ঘাতক ট্রাকসহ ড্রাইভার মুজিবুর রহমানকে আটক করা হয়েছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ব্রাহ্মণবাজার ইউনিয়নের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের সানি ইমাম আবুল কালাম আজাদ রবিবার বেলা ১১টায় মোটরসাইকেলে নিজবাসায় ফিরছিলেন। ওই সময় বালুভর্তি একটি ট্রাক শহরের দক্ষিণবাজারের দিকে যাচ্ছিল। ফায়ার স্টেশনের সামনে ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন আজাদ। তখন ট্রাকের চাকা আজাদের মাথায় চাপা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

Shwapno

তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক ও চালক পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!