AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সদরপুরে ৩টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা


Ekushey Sangbad
মো: রোকনুজ্জামান, সদরপুর, ফরিদপুর
০৯:০২ পিএম, ১৩ এপ্রিল, ২০২৫
সদরপুরে ৩টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

ফরিদপুরের সদরপুর উপজেলায় অনুমোদনহীনভাবে পরিচালিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে প্রতিটি ভাটাকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে বন্ধ করে দেওয়া হয়েছে ইটভাটাগুলোর কার্যক্রম।

রোববার (১৩ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।

জরিমানাকৃত ইটভাটাগুলো হলো:

  • আরএএস ব্রিকস ফিল্ড

  • ফ্রেন্ডস ব্রিকস ফিল্ড

  • এবিমএম ব্রিকস

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর ধারা ৪ অনুযায়ী, বৈধ লাইসেন্স না থাকায় প্রত্যেক ভাটা মালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানকালে ইটভাটাগুলোর কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, “অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। লাইসেন্স না পাওয়া পর্যন্ত এসব ইটভাটার কার্যক্রম বন্ধ থাকবে। যদি কাঠসহ নিষিদ্ধ জ্বালানি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়, তাহলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযান চলাকালে সদরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ ইলিয়াছ মোল্যা এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!