AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে মধুমতি নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত


ফরিদপুরে মধুমতি নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের দিগনগর বাজার সংলগ্ন মধুমতি নদীতে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজন করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। রোববার (১৩ এপ্রিল) বিকেলে স্থানীয় বাজার কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকাবাইচ দেখতে নদীপাড়ে হাজারো উৎসুক জনতা ভিড় করে। প্রতিযোগিতায় অংশ নেয় আটটি নৌকা। আয়োজনটি ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নৌকাবাইচ ছাড়াও ছিল পিচ্ছিল কলাগাছে ওঠা, সাঁতার কাটা, ফুটবল নিক্ষেপ প্রতিযোগিতা এবং শত বছরের পুরনো গ্রামীণ মেলা। দিনব্যাপী নানা আয়োজন উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে দূরদূরান্ত থেকেও মানুষ আসেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে ডিনার সেট, ক্রোকারিজ, প্রেসার কুকার, রাইস কুকারসহ নানা আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

বাজার কমিটির পরিচালক আবুল বাশার মোল্লা বলেন, "আমরা চেষ্টা করেছি গ্রামের পুরনো ঐতিহ্য ধরে রাখতে। প্রতি বছর এ আয়োজনকে আরও বড় পরিসরে করার ইচ্ছা আছে।"

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির (একাংশ) সদস্যসচিব নুরুজ্জামান খসরু, স্থানীয় ইউপি সদস্য বিল্লাল মোল্লা, ওয়াহিদুজ্জামান শিকদারসহ আরও অনেকে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!